ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আমেরিকার জনসংখ্যার চেয়ে মেসির ফলোয়ার বেশি

স্পোর্টস ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২১, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

জনজীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম। এ মাধ্যমে প্রায় প্রত্যেকেই তাদের প্রিয় তারকা বা মানুষকে অনুসরণ করে থাকেন। আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে তেমনি অনেক ভক্ত অনুসরণ করেন। তবে মজার ব্যাপার হচ্ছে, তাঁর ভক্তের সংখ্যা দক্ষিণ আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

 

বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেসির অনুসারী রয়েছে ৪৭ কোটি ৬০ লাখের উপরে। যেখানে সমগ্র দক্ষিণ আমেরিকার জনসংখ্যা প্রায় ৪৩ কোটি ৯০ লাখ। আর মেসির জন্মভূমি আর্জেন্টিনার জনসংখ্যা মাত্র সাড়ে ৪ কোটি। ফলে আর্জেন্টিনার জনসংখ্যার থেকে ১০ গুণ বেশি মানুষ মেসির ফলোয়ার। এমনকি আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্সের জনসংখ্যাও মেসির ফলোয়ার থেকে কম। এই তিন দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি।

 

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফলোয়ার সংখ্যা বিবেচনায় শীর্ষে রয়েছেন পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ফলোয়ার ৭৪ কোটি ৭০ লাখের উপরে। ব্রাজিলের স্ট্রাইকার নেইমারের ফলোয়ার সংখ্যা ৩৩ কোটি ৭০ লাখ।