ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবুলের সব পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৫, ২০২২ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিনোদোন পার্কসহ সব পাবলিক পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান। নতুন এই নিয়ম চালু করা হয়েছে এ সপ্তাহেই। এতে আফগানিস্তানে এরই মধ্যে কোণঠাসা হয়ে পড়া নারীদের বাইরের চলাফেরা আরও সীমিত হয়ে পড়ল। দেশটির পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মোহাম্মদ আকিফ বিবিসি-কে বলেছেন, রাজধানীতে যারা পার্ক দেখভাল করেন তাদেরকে কোনও নারীকে সেখানে ঢুকতে দিতে বারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।

তালেবান বলছে, পার্কগুলোতে ইসলামিক আইন মানা হচেছ না। আকিফ জানান, নারী ও পুরুষ আলাদাভাবে চলছে না, নারীরা হিজাব পরছে না। একারণেই এখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের তালেবান শাসনাধীনে নারী ও পুরুষদের আলাদা রাখার নিয়মের আওতায় এতদিন নারীদের জন্য পার্কে বেড়াতে যাওয়ার অনুমতি ছিল সপ্তাহে তিনদিন- রবিবার, সোমবার ও মঙ্গলবার। আর পুরুষদের জন্য ছিল বাকি চারদিন। কিন্তু এখন নারীদের আর পার্কে যাওয়ার অনুমতি নেই, এমনকী পুরুষ আত্মীয়কে সঙ্গে নিয়ে হলেও নয়। পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ এ বিষয়ে বিবিসি-কে বলেন, আমরা এ পদক্ষেপ নিয়েছি। কারণ, গত ১৫ মাস ধরে আমাদের চেষ্টার পরও মানুষজন পার্কে যাচ্ছে এবং শরিয়া আইন মানছে না। এই কড়াকড়ি সব নারীর জন্য। তা তাদের সঙ্গে কোনও মাহরাম (বৈধ পুরুষ) থাকুক বা না থাকুক।