ঢাকাশুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের সম্মেলনে যোগ দিচ্ছে শিশুরাও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১১, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সম্মেলনে যুবকদের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতি উল্লেখযোগ্য, রয়েছেন বৃদ্ধরাও।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম।

দলে দলে সম্মেলন স্থলে যোগদানকালে তারা বিভিন্ন ব্যানার  ফেস্টুন-প্ল্যাকার্ড  প্রদর্শন সহ নানা স্লোগান দিতে থাকেন।

এছাড়াও ব্যান্ডপার্টিসহ বিভিন্ন গান বাজনার আয়োজন করা হয়।

 

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে ছুটির দিনেও রাজধানীতে ছিল গণপরিবহনের সংকট। বিআরটিসি বাসসহ বিভিন্ন রুটের গণপরিবহন ভাড়া করে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন জেলা থেকে আসা গণপরিবহন ও দূরপাল্লার বাস ভাড়া করে তারা গন্তব্যে পৌঁছান। রমনার চারপাশে অপেক্ষমান এসকল বাসের দীর্ঘসারি দেখা যায়।

ছুটির দিনেও গণপরিবহনের সংকট থাকায় রাজধানীর বিভিন্ন বাস স্টপে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্মেলনের কারণে শাহবাগ, মিন্টু রোড ও মৎস্য ভবনসহ সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথের বিভিন্ন প্রান্তে ডাইভার্সন ছিল। এতে বিজয় সরণি, ফার্মগেট ও বাংলা মটরে তীব্র যানজট দেখা যায়।