ভারত-পাকিস্তানের ম্যাচে অঘটন ঘটিয়ে জয় পাওয়া সম্ভব হলে সেই পথেই হাঁটতে চান সাকিব। ভারতের বিপক্ষে অ্যাডিলেইডে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক বলেন,
অবশেষে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যাডিলেডে মুখোমুখি হওয়ার আগে ভারতের শক্তিমত্তাকে শ্রদ্ধা করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক এগিয়ে রাখছেন ভারতকেই। তবে জয়ের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও।
‘আমাদের এখন লক্ষ্য সামনের দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। এরমধ্যে যেকোনো একটি যদি জিততে পারি, সেটাকে আপসেট হিসেবে গণ্য করা হবে। সেই আপসেট যদি আমরা করতে পারি, আমরা খুশি হবো।
দুই দলই কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দল। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তবে কেব জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। সো ওইরকম একটা রেজাল্ট হলে আমরা খুশি হবো। তবে না হলেও কিছু করার নেই।’