ঢাকারবিবার, ৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ডবলমুরিং এ চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৬, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদ এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. মামুন উদ্দীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর হাতিয়া উপজেলার উত্তর রোহানিয়ার বাসিন্দা মামুনকে বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় আগ্রাবাদের কর্ণফুলী লেনের একটি ভবনের পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে মোটরসাইকেল রেখে রোগী দেখতে যান মাহবুবুল আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার বন্ধু মো. নাছির উদ্দীনের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

বিষয়টি থানায় জানানো হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই বাইকসহ মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।