২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে তিনি বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা বিচার, সংস্কার ও নির্বাচনের তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছি। আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেই আমরা বিশ্বাস করি।”
ড. ইউনূস বলেন, “ত্রুটিপূর্ণ নির্বাচনই আমাদের অতীতের সংকটগুলোর মূল কারণ। এমন নির্বাচন জনগণের কাছে দল ও রাষ্ট্রকে ঘৃণিত করে তোলে। তাই এবারের নির্বাচন হতে হবে একটি উৎসবমুখর, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ উৎসব—যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো রাজনৈতিক অনিশ্চয়তায় না পড়ে।”
ভাষণে তিনি জানান, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।
তিনি আরও বলেন, “আমরা এমন নির্বাচন চাই, যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। এটি হোক দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গণতান্ত্রিক নির্বাচন।”