ঢাকারবিবার, ৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না”— মন্তব্য সারজিস আলমের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৪, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমান সরাসরি মাঠে ছিলেন না। তিনি আরও দাবি করেন, যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি ৯ মাস পাকিস্তানের কারাগারে ছিলেন।

বুধবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না : সারজিস

সারজিস আলম লেখেন, “তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মতো একজন জাতির নায়কের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কীভাবে বাতিল হয়, তা বোধগম্য নয়।”

তিনি এ সময় সম্প্রতি শেখ মুজিবসহ ৪০০-এর অধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করার প্রেক্ষাপটেও ক্ষোভ প্রকাশ করেন।

তার অভিযোগ, “মন্ত্রণালয়ের উচিত ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার নাম সংরক্ষণ করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সনদ বাতিল করা। কিন্তু বর্তমান প্রক্রিয়ায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়ছেন।”

সারজিস আলম তার পোস্টে লিখেন, “ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।”

এই পোস্ট ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বিভক্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ ইতিহাসের খণ্ডচিত্র তুলে ধরে সারজিসের বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকে তার মন্তব্যকে বঙ্গবন্ধুর অবদান খাটো করার অপচেষ্টা হিসেবে দেখছেন।