ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিলেন বাইডেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৮, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে। এনবিসি নিউজ জানিয়েছে, গত সপ্তাহে ওপিইসি তেল রেকর্ড পরিমাণ কম উৎপাদনের ঘোষণা দিয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারি শুরুর পর তেল উৎপাদনে সবচেয়ে বড় ধরনের  হ্রাসের ঘোষণায় সৌদি আরবের ওপর চটেছেন বাইডেন।

বিশ্বব্যাপী পেট্রোলিয়াম সরবরাহ কমানোর ব্যাপারে তেল উৎপাদনকারী জোটের ক্ষমতাধর দেশ সৌদি আরবের সিদ্ধান্তকে ক্যাপিটল হিলের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা নিন্দা করেছেন।

তেলের উচ্চ মূল্যকে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপকার করা হচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, রাশিয়ার সঙ্গে মিলে তারা যা করেছে, তার কিছু পরিণতি হতে চলেছে। আমি কী বিবেচনা করব এবং আমার মনে কী আছে, সেটা আমি বলতে চাই না। তবে তাদের জন্য থাকবে- থাকবে পরিণতি।

জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পরে কংগ্রেস যখন অধিবেশনে ফিরে আসবে, তখন এই ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনবিসি।