শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল।
মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর তাদের ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানকালে সেনাবাহিনী ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলিও উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রায় দেড় মাস আগে কালিশংকরপুরের মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাসা ভাড়া নিয়েছিলেন দুই যুবক। তারা বাসার নিচতলায় বসবাস করছিলেন। হঠাৎ ভোররাতে সেনাবাহিনীর সদস্যদের দেখতে পান এলাকাবাসী, যারা বাড়িটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করেন। কিছু সময়ের মধ্যেই ওই দুই যুবককে আটক করে একটি সেনাবাহিনীর গাড়িতে তুলে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, “এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী করেছে কি না, তা আমরা নিশ্চিত নই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”
সুব্রত বাইন দীর্ঘদিন ধরে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর সেনাবাহিনীর এ অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের মাঝেও স্বস্তির বাতাস বইছে এ ঘটনায়।