বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে মুখ খুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৫ মে) সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এক পথসভা কর্মসূচির শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা এনসিপির প্রতিনিধি হিসেবে সেখানে নেই। গণঅভ্যুত্থানের সবার পক্ষে তারা এই সরকারের অংশ। তাদের রাজনৈতিক পরিচয়ে ট্যাগ দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আমরা তার নিন্দা জানাই।”
তিনি আরও বলেন,“তাদের সম্মানহানি যেন না হয়, সেটি বিবেচনায় রাখা প্রয়োজন। বিভেদ রাজনৈতিক বাস্তবতায় থাকে, তবে সংকটকালীন মুহূর্তে ঐক্য গড়ে তোলাই আমাদের জাতীয় রাজনৈতিক চরিত্রের প্রকাশ।”
হাসনাত আরও বলেন, “যখনই জাতীয় সংকট এসেছে, কিংবা দেশি-বিদেশি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছে, আমরা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছি।”
তিনি জানান, বিচার, সংস্কার ও নির্বাচন ইস্যুতে দলীয় অবস্থান জনমানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে এনসিপির পথসভা কর্মসূচি চালু হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরু করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
পথসভা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন।