ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ ভূঁইয়ার সাবেক এপিএস এর বিদেশ গমন নিষিদ্ধ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

শনিবার (২৪ মে) দুদক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি দাবি করেন, “একটি পক্ষ আমাকে এবং ছাত্র সংগঠনগুলোর কিছু অংশকে টার্গেট করে মিথ্যা প্রচার চালাচ্ছে।”

দুদকে জমা দেওয়া একাধিক অভিযোগে বলা হয়েছে, উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে তদবির, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমি স্বেচ্ছায় দুদকে হাজির হয়েছি। আমার পদত্যাগ ২৫ মার্চ, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়ে অনুমোদন পাই ২২ এপ্রিল। কিন্তু কিছু গণমাধ্যম আমার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।”

তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো মূলত উঠে আসে তার পদত্যাগের পর, যা উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমে জানান, তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, মোয়াজ্জেম হোসেনের সম্পদের উৎস ও ব্যাংক লেনদেনসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এনআইডি ব্লক এবং বিদেশ গমন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় তদন্তের গতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।