ঢাকাশনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট, থাকছে না শেখ মুজিবের ছবি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২২, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন ডিজাইনের কাগুজে নোট। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঈদের আগেই চালু হতে যাচ্ছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট। এসব নোটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কোনোটিতেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বরং এবার নোটের নকশায় স্থান পেয়েছে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি, তারুণ্য, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসছে নতুন ২০ টাকার নোট, যাতে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধমন্দিরের চিত্র। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদ। ২ জুন আসবে ১০০০ টাকার নতুন নোট, যাতে স্থান পেয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, “নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ চলছে। এবারের নোটগুলোতে কারও পূর্ণাঙ্গ ছবি নেই। বরং জাতীয় চেতনা, ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্য তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখা হয়নি।”

তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নোট ঈদের পরে বাজারে আসবে। এতে থাকবে আলোচিত আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব। পাশাপাশি ১০ টাকার নোটে থাকবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং তারুণ্যের ঐক্যের প্রতীক। ১০০ টাকায় থাকবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি। ২০০ টাকায় থাকছে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা—ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে। আর ৫০০ টাকার নোটে স্থান পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল।

ব্যাংক সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন নোট ডিজাইনের প্রস্তাব করা হলেও বাস্তবে নকশা, কাগজ, নিরাপত্তা উপাদানসহ আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার কারণে তা ঈদুল ফিতরের আগে সম্ভব হয়নি। বর্তমানে দ্রুত ছাপার কাজ এগিয়ে চলছে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম কাগুজে মুদ্রা চালু হয়। এরপর ৫০ বছর ধরে একাধিক নোটের নকশা পরিবর্তন হলেও এবারের নোটগুলোতে প্রথমবারের মতো অনুপস্থিত থাকছে বঙ্গবন্ধুর ছবি। যা নতুন নোটগুলোর ডিজাইনে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় সহাবস্থান ও পরিবেশবিষয়ক সচেতনতা আরও বেশি করে উঠে আসবে জনগণের সামনে।