ঢাকাবৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘মব সৃষ্টির’ ঘটনায় আটক তিনজনকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় হান্নান মাসউদকে শোকজ 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগে আটক তিন যুবককে থানা থেকে মুচলেকায় ছাড়িয়ে নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি থানায় আটক তিন জনের একজন হলেন মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যিনি নৈতিকতা স্খলনের দায়ে পূর্বেই অব্যাহতি পেয়েছিলেন। এমন একজনকে ছাড়িয়ে আনায় সাংগঠনিক বিধিভঙ্গ হয়েছে বলে দলটির মত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আপনি (আবদুল হান্নান মাসউদ) কেন সাংগঠনিক শাস্তির যোগ্য হবেন না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিকে লিখিতভাবে জানাতে হবে।”

প্রসঙ্গত, সোমবার (১৯ মে) রাতে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে ‘হাক্কানী পাবলিশার্স’-এর চেয়ারম্যান গোলাম মোস্তফার গ্রেফতার দাবিতে একটি বাসার সামনে অবস্থান নেন একদল যুবক। অবস্থানকালে পুলিশের সঙ্গে তাদের কয়েকজনের বাকবিতণ্ডা হয়। পরে ধানমন্ডি থানা পুলিশ তিন জনকে আটক করে এবং পরদিন মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, আটককৃতরা ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রমে অংশ নেবে না—এ মর্মে অঙ্গীকার করায় তাদের মুক্তি দেওয়া হয়। তবে ভবিষ্যতে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এ বিষয়ে হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “ডিএমপি কমিশনারের অনুরোধে আমি ঘটনাস্থলে যাই এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করি, যেহেতু পুলিশ কোনো মামলা দিতে চায়নি।”

তিনি আরও লেখেন, “পরে জানা গেছে, এদের একজন ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নামে নিয়মিত ‘মব’ তৈরি করায় জড়িত। প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করছি, ইনশাআল্লাহ মূল হোতারা দ্রুত গ্রেপ্তার হবে।”

এই ঘটনার পর এনসিপির অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটিকে, যা দলীয় নিয়মকানুন কার্যকর করার একটি দৃশ্যমান প্রয়াস বলে বিশ্লেষকদের মত।