ঢাকামঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কারখানায় চাঁদাবাজি ও হামলা: যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২০, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাত ১টার দিকে মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করা হয়েছে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানাটি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে অবস্থিত। সেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় উদ্যোক্তারা উদ্বিগ্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, আটককৃত সোহাগকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।