ঢাকারবিবার, ৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৮, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতির সময় তাকে আটক করা হয় এবং পরে ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং চিত্রনায়ক জায়েদ খানসহ মোট ১৭ জনকে।

মামলার বাদী এনামুল হক অভিযোগে উল্লেখ করেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের ২৮৩ জন ব্যক্তি এবং আরও তিন থেকে চারশো অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অর্থায়ন ও সহিংসতা পরিচালনায় ভূমিকা রাখেন অভিযুক্তরা। এতে নুসরাত ফারিয়াকে “আওয়ামী লীগের অর্থ যোগানদাতা” হিসেবে চিহ্নিত করা হয়।

বর্তমানে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মামলার তদন্তে নতুন অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তদন্তকারী কর্মকর্তা বলেন, “প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অধিকতর তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।”

এ ঘটনায় ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।