চট্টগ্রামবাসীর বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার পথে আরেক ধাপ অগ্রসর হয়েছে।
বুধবার (১৪ মে) চট্টগ্রামের সার্কিট হাউসে এক আয়োজনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য নির্ধারিত ২৩ একর জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
দলিল হস্তান্তরের মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বাস্তব অগ্রগতি ঘটলো। নতুন এই হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে। এটি একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে, যেখানে আধুনিক চিকিৎসাসেবা ও গবেষণার সুযোগ থাকবে।
এই সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এর আগে কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সংযুক্ত বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণকাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
চট্টগ্রামে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ছিল প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রথম সফর, যা নানা উন্নয়ন প্রকল্পের সূচনা এবং প্রতিশ্রুতি পূরণের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।