চট্টগ্রামে নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শুটিং সেটে একটি লাইট স্ট্যান্ড তার মাথায় পড়ে গেলে গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি হোটেলে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম লেডিস ক্লাব এলাকার পাশে, ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং সেটে। নাটকটিতে তটিনীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
তটিনী বলেন, “আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো লাগছে, তবে পুরোপুরি সুস্থ নই। মাথা ও শরীর দুটোই দুর্বল লাগছে। দু-একদিন বিশ্রামে থাকতে হবে, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরব।”
দুর্ঘটনার পর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শুটিংয়ের বাকি অংশ আপাতত বন্ধ রাখা হয়েছে। নাটকের টিম জানিয়েছে, তটিনীর অংশ প্যাকআপ করা হয়েছে এবং তিনি সোমবার সকালে ঢাকায় ফিরেছেন। অন্যদিকে, তৌসিফ মাহবুবসহ টিমের অন্য সদস্যরা রাতের ফ্লাইটে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
এ ঘটনায় নাটক ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা তটিনীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিচালক ও প্রযোজনা টিম জানিয়েছে, শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আরও কঠোর হবে তারা।
তটিনীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া করছেন।