ঢাকামঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরী গ্রেফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১৩, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সোমবার (১৩ মে) দিবাগত রাতে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জিনাত সোহানা চৌধুরী চট্টগ্রাম আদালত চত্বরে গত বছরের ৪ ডিসেম্বর সংঘটিত পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালী থানার মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং ইসকনের মোট ২৯ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃত জিনাত সোহানা চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)–এর সাবেক সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ–এর সাবেক সদস্য হিসেবে পরিচিত। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, গ্রেফতারের পর জিনাত সোহানাকে রাতেই থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।