রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার প্রভাবশালী কমিশনার ও স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভ্রান্তি সৃষ্টি হয়। সেখানে দাবি করা হয়, ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সন্ত্রাসী নুরুল আজিম রনি গ্রেপ্তারের দৃশ্য।
তবে Dismislab.com–এর যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির নয়। এটি আসলে তারাব পৌরসভার কমিশনার আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের সময় ধারণ করা।
প্রাথমিকভাবে কী কারণে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও নিশ্চিত করে জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সন্ত্রাসী নুরুল আজিম রনির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।