ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে”—আমীর খসরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে”—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার (৯ মে) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আমীর খসরু বলেন, “যারা বিনিয়োগ বোঝেন, তারা জানেন এই দেশে এখন বিনিয়োগ হবে না। কারণ দেশে এখন একটি নির্বাচিত সরকার নেই। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আসে না, আর স্থিতিশীলতা আসে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “এই সেমিনারে উপস্থিত থেকে আপনারা তিনটি শিক্ষা নিয়ে যাচ্ছেন—প্রথমত, সম্বোধনের আনুষ্ঠানিকতা থেকে মুক্তি; দ্বিতীয়ত, বিএনপির ফোরামে ভিন্নমতের মানুষ অংশ নিচ্ছেন—যা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি; এবং তৃতীয়ত, বক্তৃতার বদলে আলোচনার সংস্কৃতি চালু হয়েছে।”

দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রসঙ্গে খসরু বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তা যারা অনুধাবন করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।”

কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে বক্তৃতায় তিনি বলেন, “চাকরির জন্য বিনিয়োগ অপরিহার্য। বিএনপির রাজনীতির মূল ভিত্তি—মুক্ত বাজার অর্থনীতি ও গণতন্ত্রায়ণ—এই দুটির মাধ্যমেই বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ খুলবে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—টিভি টকশো ব্যক্তিত্ব ডা. জাহেদ উর রহমান, অধ্যাপক নাজিম উদ্দিন (ইস্ট ডেলটা ইউনিভার্সিটি), অধ্যাপক আকতার হোসেন খান (স্টেট ইউনিভার্সিটি), পরিচালক মাবরুর রশীদ বান্নাহ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. নসরুল কদির, কনটেন্ট ক্রিয়েটর সাইয়েদ আবদুল্লাহ, ওরাকলের সি. ইঞ্জিনিয়ার মুনতাসীর মুনির, কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন, পাটাও সিইও ফাহিম আহমেদ, সহ আরও অনেকে।

সেমিনারটি উপস্থাপনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।