ঢাকাশনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“আওয়ামী লীগ নিষিদ্ধে আইন কোনো বাধা নয়”—আসিফ নজরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ১০, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আইন কোনো বাধা নয়, বরং রাজনৈতিক ঐকমত্য এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই তা সম্ভব।

শুক্রবার (৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, “আইসিটি আইনে সংগঠন নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত ছিল, যা আইন মন্ত্রণালয়ের খসড়ায় আমি নিজেই উত্থাপন করেছি। আমি যে খসড়া উত্থাপন করেছি, তার বিরোধিতা করবো—এটা অসম্ভব।”

তবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে উপদেষ্টাদের মধ্যে পদ্ধতিগত মতভেদ থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি। “আমাদের মধ্যে কেউই আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে দ্বিমত পোষণ করেননি,”—বলেন অধ্যাপক নজরুল।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে তার বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবে তিনি লেখেন, “এর দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থার, আইন মন্ত্রণালয়ের নয়। আদালতের বিচারকদের কাজ বিমানবন্দরে পাহারা দেওয়া নয়।”

পোস্টে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য’ প্রচারের প্রতিবাদ জানিয়ে লেখেন, “উপদেষ্টা পরিষদের যে কোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়। তাই কাউকে এককভাবে দোষারোপ করা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “আইন সংশোধন কয়েক দিনের মধ্যেই সম্ভব। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আইসিটি আইন ছাড়াও সন্ত্রাস দমন আইনসহ অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবি কিংবা বিচারিক পর্যবেক্ষণ আসলে আমরা দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নিতে পারবো।”