কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। এরইমধ্যে পাকিস্তান শনিবার (১০ মে) সকালে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।
পাকিস্তানের সেনাবাহিনীর বরাতে ‘ডন’ ও ‘রয়টার্স’ জানায়, উত্তর ভারতের বিয়াস অঞ্চলে ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এছাড়া উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভাটিন্ডা বিমানঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের হাইপারসনিক মিসাইল আঘাতে ভারতের প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।
পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন, ভারতের আগ্রাসনের জবাবেই এ অভিযান চালানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ইসলামাবাদ সংলগ্ন ঘাঁটিগুলোতে মিসাইল হামলার অভিযোগের পরপরই এ পাল্টা হামলা শুরু হয়।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং দেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার জবাবে ভারত পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে টানা সংঘর্ষ চলছে, যাতে শুক্রবার পর্যন্ত উভয় পক্ষের প্রাথমিক হিসাবে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।