চট্টগ্রামের লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি ম্যানুফেকচারিং হাবে পরিণত করা। লালদিয়া চরে হবে ‘গ্রিন পোর্ট’। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনাটি আমরা খুব গুরুত্ব সহকারে অনুসরণ করছি।”
চৌধুরী আরও বলেন, “বর্তমানে দেশের পোর্ট ক্যাপাসিটি সীমিত। এটি ছয় গুণ বাড়ানো হলেও আমরা এখনো ভিয়েতনামের কাছাকাছি পৌঁছাতে পারব না। তাই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দক্ষ প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে যেন কম জায়গায় সর্বোচ্চ কার্যক্রম চালানো যায়।”
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম বন্দর ও লালদিয়া চরের মতো কৌশলগত স্থানে বড় পরিসরের বিনিয়োগ পরিকল্পনা দেশের সামুদ্রিক বাণিজ্য ও লজিস্টিক সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।