ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন : ইয়াও ওয়েন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৮, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকায় বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, “এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত‍্যের পক্ষে থাকবে। আমরা চাই, উভয় দেশ উত্তেজনা হ্রাসে একসঙ্গে কাজ করুক এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনুক।”

এ সময় বাংলাদেশ সম্পর্কে চীনের অবস্থান তুলে ধরে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। তিনি বলেন, “স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীন সে বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়।”

আসন্ন উচ্চ পর্যায়ের বাণিজ্যিক সফরের বিষয়ে রাষ্ট্রদূত জানান, চলতি মাসের শেষ দিকে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। ইয়াও ওয়েনের ভাষ্য অনুযায়ী, এটিই হবে চীনের পক্ষ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিনিধি দল। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

চীন বরাবরই ‘অহস্তক্ষেপের’ নীতিতে বিশ্বাসী বলে জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, “আমরা পশ্চিমাদের মতো সব বিষয়ে খোলামেলা কথা বলতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি হলো সহযোগিতার মাধ্যমে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।”

বিশ্লেষকদের মতে, চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত অবস্থান ও বাংলাদেশের প্রতি তাদের রাজনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।