ঢাকারবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ জানিয়ে নিন্দা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া বাড়ছে। এবার ন্যাটোভুক্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত। এ সময় তিনি আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ও নিরীহ মানুষের প্রাণহানি নিয়ে আলোচনা হয়। তুর্কি রাষ্ট্রদূত ভারতের ‘অযৌক্তিক আগ্রাসন’-এর নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

ঘটনার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, শান্তি এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায়, “উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে গভীরভাবে আলোচনা করেছে এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।”

এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে, এবং পাকিস্তানের প্রতি সমর্থন জানানো দেশগুলোর তালিকায় তুরস্কের যুক্ত হওয়া কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।