ঢাকামঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকর্মী ও আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত ৯টা থেকে রবিবার (৪ মে) রাত ৮টা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান গনি (২৩), বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী জাহিদুল ইসলাম (২৮) এবং আওয়ামী লীগের কর্মী মো. এরশাদ আলী খান ওরফে বুদ্ধ (৪২)।

কোতোয়ালী থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমান গনির বিরুদ্ধে ২০২৪ সালের ৪ নভেম্বর দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এরশাদ আলী খানের বিরুদ্ধে ৩ অক্টোবর দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং জাহিদুল ইসলামের বিরুদ্ধে ২৩ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, “তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”