ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ আবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে চেম্বার আদালতে শুনানি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করে আজ রোববার (৪ মে) দুপুরে চেম্বার আদালতে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন অনুযায়ী এ শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

গত বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত আদেশ দেন। তবে ওইদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সাংবাদিকদের জানান, “চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত চূড়ান্ত শুনানি আজ চেম্বার আদালতে অনুষ্ঠিত হবে।”

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, জামিনের আদেশ কার্যকর হতে আরও সময় লাগতে পারে। হাইকোর্টের আদেশ নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছাতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি আরও বলেন, “চিন্ময় দাসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক দুর্বল। প্রায় সাত কেজি ওজন কমে গেছে। তবে তিনি মানসিকভাবে দৃঢ় আছেন।”

চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ মাস আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তিনি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

এদিকে চিন্ময়ের জামিন ঘিরে চট্টগ্রাম আদালতপাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি সংগঠন তার জামিনের বিরোধিতা করে আজ আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে।