ঢাকারবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৪, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় একটি বাসা থেকে উর্মি নামের ১৭ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) সন্ধ্যা ৭টার পর দোতলা মসজিদের পাশের ‘এস এ ভিলা’ নামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উর্মির বাড়ি কুমিল্লায়। তিনি তার বড় বোনের সঙ্গে চট্টগ্রামে থাকতেন এবং উভয়েই একটি গার্মেন্টসে চাকরি করতেন।

উর্মির বড় বোন জানান, সকালে তারা দুজনেই কাজে যান। তবে উর্মি দুপুর ১টার দিকে বাসায় ফিরে আসেন। সন্ধ্যা ৭টার দিকে বড় বোন বাসায় ফিরে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর দরজা খুলে গেলে ঘরে প্রবেশ করে তিনি ছোট বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

উর্মির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তার বড় বোন। তিনি দাবি করেন, আত্মহত্যার কোনও ইঙ্গিত বা অস্বাভাবিক কিছু উর্মির মধ্যে লক্ষ্য করা যায়নি।

তবে ঘটনার পর বড় বোনের স্বাভাবিক আচরণ এবং গার্মেন্টস থেকে দুপুর ১টায় ছুটি পাওয়া নিয়ে এলাকাবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণত ঐ সময়ে ছুটি দেওয়া হয় না বলে তারা দাবি করেন। অনেকেই সন্দেহ করছেন, কর্মস্থলে কোনো ঘটনা বা মানসিক চাপে উর্মি আত্মহত্যা করতে পারেন।

স্থানীয় থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।