চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস থেকে ৬টি শ্যুটার গান, ১টি দেশীয় রাইফেল ও ১টি এক নলা বন্দুক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—বরিশালের মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালীর মো. মনির হোসেন। পুলিশ জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রগুলো নোয়াখালীতে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।