বাংলাদেশ ব্যাংক জাতীয় বীরদের স্মরণে নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব নতুন নোট প্রচলনে আসবে।
সূত্র অনুযায়ী, নতুন নোটগুলোর ছাপার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ১০০ টাকার একটি নতুন নোটের নমুনা পাওয়া গেছে, যাতে শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতি রয়েছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নতুন নোট ছাপার কাজ শুরু হয়।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে পুরনো ও ক্ষতিগ্রস্ত নোট সংগ্রহ করে ধ্বংস করে এবং নতুন নোট ইস্যু করে। তবে চলতি বছরে প্রথমবারের মতো, ধর্মীয় উৎসবের সময়েও কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট বিতরণ করেনি।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এ সিরিজের নোটগুলো দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুদ্রা ব্যবস্থাপনাকে আরও উন্নত ও দৃষ্টিনন্দন করে তুলবে।