ঢাকাশনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় জয়নব বেগম (৬০) নামের এক মানসিক রোগে আক্রান্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজী পাড়ায় নিজ বাড়ির টিনশেড ঘর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জয়নব বেগম স্থানীয় বাসিন্দা আব্দুল আলমের স্ত্রী। তার ছেলে শাহ আলম জানান, ১৮ বছর আগে মায়ের অন্যত্র বিয়ে হয় এবং তিনি সেখানেই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”