ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) তাদের বিরুদ্ধে এই শোকজ নোটিশ ইস্যু করা হয় বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িয়েছেন, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থি। এর আগে গত বছর নভেম্বরেও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছিল। সে সময় তিনি নোটিশের জবাব দিলেও তার বক্তব্য দলকে সন্তুষ্ট করতে পারেনি। ফলে তাকে সতর্ক করা হয়েছিল।

উল্লেখ্য, গিয়াস কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে এবং বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির রাজনীতিতে গিয়াস কাদের এবং গোলাম আকবর খোন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্য দ্বন্দ্ব চলে আসছে, যা এই শোকজের পেছনের অন্যতম প্রেক্ষাপট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।