ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাটকীয় জামিন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন পেয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে এই নাটকীয় জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তার জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন। এতে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পরে ২৩ এপ্রিল রুলের চূড়ান্ত শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেন আদালত। নির্ধারিত দিনে শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে আদালত রায় দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে ৩১ অক্টোবর রাজধানীর একটি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে গত ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ওই মামলার ভিত্তিতে গত ২৫ নভেম্বর তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন আদালতে হাজির করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং চিন্ময়ের বক্তব্য সাংবিধানিক অধিকারভুক্ত মতপ্রকাশের স্বাধীনতার আওতাভুক্ত। জামিন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলে জানান তারা।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে পর্যালোচনা করবেন