ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরে গাঁজার চালান সহ ৪ আটক, প্রাইভেটকার বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক বহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চারজন হলেন মোঃ রবিউল আউয়াল ওরফে আউয়াল (২৫), নিজাম উদ্দিন (৩২), মোঃ শামিম (৪৮) এবং মোঃ রুবেল ওরফে সালাউদ্দিন (৪৮)। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। পুলিশের এই অভিযানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিফলন দেখা যাচ্ছে।