ঢাকাবুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সায়মা ওয়াজেদের গুলশানের ফ্ল্যাট জব্দ, রিসিভার নিয়োগের নির্দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ওই সম্পত্তিতে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে এ বিষয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, গুলশানের ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা এবং সায়মা ওয়াজেদ ফ্ল্যাটটি হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি স্থানান্তর হলে অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে, গত ১১ মার্চ আদালত সায়মা ওয়াজেদ পুতুল এবং তার ভাই সজীব ওয়াজেদ জয়ের নামে ধানমন্ডির সুধাসদন জব্দের আদেশ দিয়েছিল। একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমি ও ফ্ল্যাটও জব্দ করা হয়।

দুদক জানিয়েছে, প্রয়োজন হলে পলাতক আসামিদের বিরুদ্ধে রেড এলার্ট জারির প্রক্রিয়াও শুরু করা হবে।