ঢাকামঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ সম্বোধন করলেন হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে ‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী’ বলে অভিহিত করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন,”শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।”

এর আগে, নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি লিখেছিলেন,”দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সেই তিনি এক নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় গণবিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশক বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন। আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের লক্ষ্যে ঘোষিত এক দফা কর্মসূচির অন্যতম ঘোষকও ছিলেন তিনি। পরে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে সরকারি পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম, যেখানে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।