ঢাকাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থী উদ্ধারে অভিযানে যৌথবাহিনী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের ঘটনায় উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে জেলার মধুপুর, পানখাইয়া পাড়া ও নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হচ্ছে।

সেনাবাহিনীর পাশাপাশি অভিযানে অংশ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। অপহরণের তিন দিন পার হলেও এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান মেলেনি। এতে করে পরিবার ও সহপাঠীদের মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ আরও বেড়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল জানান, “অপহৃতদের উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালিত হচ্ছে, সেই সঙ্গে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

এদিকে অভিযানের সময় জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীকে টহল দিতে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। অভিযানের পরিধি দিনভর বিস্তৃত করা হচ্ছে আশপাশের পাহাড়ি অঞ্চলগুলোতেও।

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, “এই মুহূর্তে আমাদের একমাত্র মিশন হলো অপহৃতদের উদ্ধার। পাহাড়ে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল (বুধবার) সকালে বৈসাবি উৎসব শেষে ফেরার পথে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে। অপহৃতদের মধ্যে রয়েছেন—চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তাঁদের সঙ্গে থাকা অটোরিকশাচালককেও অপহরণ করা হয়, তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত নয়।

অপহরণের পর থেকে এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগপূর্ণ পরিস্থিতি। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও প্রত্যাশা করছেন, অপহৃতদের দ্রুত ও নিরাপদে ফিরে আনা সম্ভব হবে।