চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”
ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি ও আশপাশের পরিবেশে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।