ঢাকামঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রের নাম পরিবর্তনে প্রস্তাব ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৩, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তারা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা বাংলায় ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে এ প্রস্তাবনা জমা দেন। তারা কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত পেশ করেন।

লিখিত প্রস্তাবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নাম এমন হওয়া উচিত, যেখানে জনগণের কল্যাণ নিশ্চিত করার আদর্শ ও দর্শন প্রতিফলিত হয়। সেই বিবেচনায় ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করা হয়েছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।