ঢাকাবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাফনদীতে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৩, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের লাশ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্য বেলাল শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় বিজিবি সদস্য বেলালসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে বিজিবি, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি অভিযান চালায়। রোববার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকতের কাছে সাগরে ভাসমান অবস্থায় বেলালের মরদেহ পাওয়া যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির যৌথ অভিযানে লাশটি উদ্ধার করে কূলে নিয়ে আসা হয়।

বেলালের সঙ্গে একটি চাইনিজ রাইফেল ও গুলি ভর্তি চারটি ম্যাগজিন থাকার কথা জানা গেলেও, লাশ উদ্ধারের সময় সেগুলো পাওয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে বিজিবি সদস্য বেলালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বিজিবি ও কোস্টগার্ডের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। বিজিবি সদস্য বেলালের আত্মার শান্তি কামনা করেছেন স্থানীয়রা।