ঢাকাবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরসা প্রধান আতাউল্লাহর গ্রেফতারে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা, সীমান্তে বিস্ফোরণের শব্দ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৯, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আতঙ্ক ছড়িয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির গ্রেফতারের খবর। তার আটকের পর ক্যাম্পে আরসা সমর্থকদের তৎপরতা ও সীমান্তে বিকট বিস্ফোরণের শব্দে উদ্বেগ বাড়ছে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এ পরিস্থিতিতে ক্যাম্প ও সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

ক্যাম্পের ব্যবসা-বাণিজ্য, সালিশ বৈঠক, মাদক কারবার ও চোরাচালানসহ বিভিন্ন ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তারে সক্রিয় আরসা। প্রতিদ্বন্দ্বী নিধন ও স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতাকারীদের টার্গেট করে হামলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। লেদা রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা আবু মুসা বলেন, “আরসা সমর্থকরা ক্যাম্পে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।”

২২ নং ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ রফিক জানান, আরসা সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে। “আমরা প্রতিদিন ভয়ে থাকছি। ক্যাম্পে বাড়তি নিরাপত্তা চাই,” বলেন তিনি। টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ বলেন, “আতাউল্লাহর গ্রেফতারের পর সীমান্তে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাতজুড়ে মিয়ানমারের দিকে আগুনের লেলিহান শিখাও দেখা গেছে।”

টেকনাফ সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, “প্রায় ১৭ দিন পর আবার মিয়ানমারের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এল। রাত সোয়া ৮টার দিকে মংডু শহরে আগুন দেখা গেছে।” টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণের ঘটনায় বিজিবি ও কোস্টগার্ডের সাথে সমন্বয় করে সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

গত রোববার (১৬ মার্চ) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে র্যাব ১০ সদস্যসহ আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেফতার করে। রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালানোর গোপন বৈঠক চলছিল বলে অভিযোগ।

আতাউল্লাহর গ্রেফতারকে কেন্দ্র করে ক্যাম্পে উত্তেজনা ও সীমান্তে অস্থিরতা রোহিঙ্গাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত তৎপরতা বাড়লেও সাধারণ মানুষ এখনো আতঙ্কে রয়েছেন। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।