ঢাকাবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরের কোতোয়ালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

admin
মার্চ ১১, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তাঁর তিন বছর বয়সী ছেলে দগ্ধ হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে নন্দনকাননের তিন নম্বর গলির হোসেন মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— নাসরিন আক্তার (৩২) ও তাঁর ছেলে আবদুল্লাহ আল তায়িফ (৩)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, রাতে নাসরিন গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি ও তাঁর ছেলে মারাত্মকভাবে দগ্ধ হন।

স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।