ঢাকাবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সীমান্তে ঢুকে পাঁচ কৃষককে নির্মমভাবে পেটালো ভারতীয় বিএসএফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে ঢুকে ৫ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০ এস এর নিকটে এ ঘটনা ঘটে।

বিএসএফের লাঠিচার্জ ৫ বাংলাদেশী কৃষক আহত হওয়ার ঘটনায় বাংলাদেশী সীমান্তবাসীরা তীব্র প্রতিবাদ জানালেও উপস্থিত বিজিবি সদস্যরা তেমন প্রতিক্রিয়া দেখায়নি। এমন অভিযোগ তুলছেন স্থানীয়রা। এসময় বিজিবির উপর ক্ষোভ প্রকাশ করেন সীমান্তবাসীরা।

স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২/১৩ জন বিএসএফ সদস্য কাঁটাতার পার হয়ে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে।

এসময় মাঠে থাকা স্থানীয় বাংলাদেশী কৃষকরা তাদের কাছে বাংলাদেশে অভ্যন্তরে আসলে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হলে বাংলাদেশীদের উপর লাঠিচার্জ করে বিএসএফ সদস্যরা।

এতে ওই এলাকার শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০),কাশেম আলী (৫০), রিপন (৩৫) আহত হ। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন লাঠি হাতে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়।  পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলেও প্রতিবাদ করেনি বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

অন্যদিকে এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাকিল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিএসএফরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশীদের মারধর করবে এটা এতো সহজ নয়। তবে বিষয়টি খোঁজ খবর নেয়ার কথাও বলেন।