ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে যুবলীগের নেতাসহ আটক ৬ : অপারেশন ডেভিল হান্ট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অরাজকতা সৃষ্টিকারীদের নিবৃত করতে সকাল থেকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার, কবাখালী বাজার, জামতলী বাজার ও লারমা স্কোয়ার এলাকায় মূল সড়কে যানবাহন তল্লাশি ও মহড়া দেয় দীঘিনালা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর ও হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করা হয়েছে।