বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আলোচনায় চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক উঠে আসে। মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে বলেন, “নগরীর পরিবেশগত ও বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে নগরবাসী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি চট্টগ্রামের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, “এই শহরের উন্নয়ন মানেই দেশের অগ্রগতি। পরিকল্পিত নগরায়নই চট্টগ্রামকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, যারা চট্টগ্রামের উন্নয়নে প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।