ঢাকাশুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মক্কা যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ৩১, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশে রওনা হন। কিন্তু ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন অনেকটাই ভালো আছেন। আজই তিনি ওমরার উদেশে মক্কা যাবেন। উনার সাথে রয়েছেন দুই ছেলে। লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। বাবরের স্ত্রী তাহমিনা জামান ভালোভাবে ইতোমধ্যেঅ মক্কায় পৌঁছেছেন।