চট্টগ্রামের জিইসি মোড়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়িত্বে থাকা এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চেরাগী পাহাড়-জামালখানে অনশনরত শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “সকাল ৬টায় মাত্র দেড় মিনিটের মিছিল করলেও তারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন। তারা প্রকাশ্যে মিছিল করতে পারে না। ভবিষ্যতে এ ধরনের মিছিল আর করতে পারবে না।”
তিনি জানান, মিছিলে ২০-২৫ জন অংশ নিলেও সবাইকে শনাক্ত করা হয়েছে, যারা মূলত দক্ষিণ জেলা থেকে এসেছে। “রাতের মধ্যেই আরও গ্রেপ্তার সম্ভব হবে।”
জানা যায়, সকাল ৬টার দিকে জিইসি মোড়ে প্রকাশ্যে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্র মতে, মিছিলটির নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মিজান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন নেতাকর্মী স্লোগান দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।