ঢাকারবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁন্দগাও এলাকায় ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে পুলিশে দিল জনতা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে চাঁন্দগাও মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক প্রকৌশলী দেদুল বড়ুয়ার বিরুদ্ধে আরেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয়রা ধর্ষণের অভিযোগে তাকে আটক করে।

জানা যায়, দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে দেদুল বড়ুয়া স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই নারী শিক্ষককে ধর্ষণ করেন। এসময় নারীকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক দেদুল বড়ুয়াকে পুলিশে দেওয়া হয়। ওই নারী শিক্ষক একই স্কুলে শিক্ষকতা করেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষক দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি। তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।