সেইন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গলাচিপাই, কিংশুক ও বিচ ভ্যালিসহ বেশ কয়েকটি হোটেল-রিসোর্ট পুড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, গলাচিপাই, বিচ ভ্যালি, কিংশুক রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। এ আগুন থামানো না গেলে পার্শ্ববর্তী রিসোর্টগুলোয় ছড়িয়ে যেতে পারে। এতে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন তিনি।