চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া বোরহান উদ্দিন নামে এক আসামিকে থানায় আনার সময় পুলিশের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটেছে।
বোরহান উদ্দিন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসাইন ওরফে ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়েছেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সন্ধ্যার পর নগরের সিএন্ডবি এলাকা থেকে সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড বোরহানকে গ্রেফতার করা হয়। তাঁকে ছিনিয়ে নিতে পাঠানিয়াগোদা এলাকায় গোলাগুলি করে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা পিছু হটে। এ সময় এক পথচারী আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস আগে গত ৫ ডিসেম্বর অক্সিজেনের একটি ভবন থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হন। তবে ওই ঘটনায় পুলিশ ছোট সাজ্জাদকে ধরতে পারেনি। সে পালিয়ে যেতে সক্ষম হয়।
গত ২১ অক্টোবর চান্দগাঁওয়ের অদুরপাড়ায় আফতাব উদ্দিন তাহসীন নামে ২৬ বছর বয়সী এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন সাজ্জাদ ও তার অনুসারীরা। আর ২৯ আগস্ট রাতে কুয়াইশ-অক্সিজেন সড়কে আনিস ও মাসুদ কায়ছার নামে দুজনকে গুলি করে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের মামলায় সাজ্জাদ ও তার অনুসারীদের নাম রয়েছে।